Trademark Master Course- এর সবচেয়ে বড়ো বেনিফিট হলো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ও ব্র্যান্ড প্রোটেকশনের গভীর জ্ঞান অর্জন। এই কোর্সটি করলে আপনি— ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়া শিখতে পারবেন, আইনি জটিলতা এড়ানোর কৌশল জানতে পারবেন, নিজের ব্র্যান্ড কিভাবে সুরক্ষিত করবেন তা বুঝতে পারবেন, সবচেয়ে বড় কথা, এই কোর্সের জ্ঞান ব্যবহার করে আপনি নিজের বিজনেসের পাশাপাশি বিজনেস কনসালট্যান্ট হিসেবে ইনকাম করতে পারবেন!
অন্যকে দিয়ে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করিয়ে নিতেই পারেন কিন্তু এতে আপনি সাহসী হয়ে উঠবেন না। ব্যবসা পরিচালনা করতে গেলে অনেক সময় অনেক ধরনের লাইসেন্স প্রয়োজন হয়, অনেক সময় নিজে রেজিস্ট্রেশন করতে গেলেই আপনার হাত কাঁপবে বা ভুলে কোন কিছু ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু নিজে শিখে নিলে অন্যের উপর নির্ভরশীলতা কমে যাবে এবং সাহসিকতার সাথে নিজেই নিজের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারবেন।
যে কোনো বিষয় আপডেট জানার জন্য বা যেকোন সমস্যায় পড়লেই ঐ অ্যাডভোকেট বা বিজনেস কনসালট্যান্ট এর জন্য অপেক্ষা করতে হবে। অ্যাডভোকেট বা বিজনেস কনসালট্যান্ট ব্যস্ত থাকলে বা ছুটিতে থাকলে আপনার কাজ বন্ধ থাকবে। কিন্তু নিজে শিখে নিতে পারলে, নিজের মনমতো যখন খুশি তখন সবকিছুর আপডেট চেক করতে পারবেন। সমস্যায় পড়লে আমাদের সাপোর্টের মাধ্যমে সমস্যার সমাধানও নিজে করতে পারবেন। একবার চিন্তা করে দেখুন আপনি কত সময় সেভ করতে পারছেন।
বার বার টাকা খরচ করা বন্ধ করুন
একটা প্রোডাক্টের জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করিয়ে নিলেই কাজ শেষ নয়। নতুন নতুন প্রোডাক্টের জন্য আরো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন লাগবে, সেগুলোর জন্য প্রতিনিয়ত আপনাকে টাকা খরচ করতে হবে। নিজে একবার শিখে নিতে পারলেই প্রতিটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে যে হিউজ টাকা খরচ হতো সেটা সেভ করতে পারবেন। টাকাগুলো নিজের ব্যবসার কাজে লাগাতে পারবেন।
যখন খুশি, তখন মাত্র কয়েক ঘন্টায় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ।
আমরা সব থেকে সহজ উপায়ে আমাদের এই কোর্স্ টি সাজিয়েছি, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে কি কি ইনফর্মেশন প্রয়োজন হবে এবং কি ভাবে দ্রুত এবং অল্প সময়ে মাত্র কয়েক ঘন্টা ব্যবহার করে, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার সিক্রেট পদ্ধতি শিখিয়ে দিব। আপনার যখন খুশি, তখন আনলিমিটেড ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারবেন।
নিজের মেধা কাজে লাগাতে শিখুন
অ্যাডভোকেট বা বিজনেস কনসালট্যান্ট আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নিয়ে কোন চিন্তা করবে না। আপনি নিজে যখন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে যাবেন তখন ট্রেডমার্কের ক্লাস সম্পর্কে পূর্নাঙ্গ ধরনা পাবেন। যেহেতু ট্রেডমার্ক ৪৫ টি ক্লাসের আন্ডারে সব কিছু ভাগ করেছে, আপনি প্রতিটি ক্লাসের বেনিফিটস, নতুন নতুন হুক, আইডিয়া, ইত্যাদি আপনার মাথায় আসবে, এতে করে একটা পারফেক্ট ও নির্ভুল ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারবেন।
নতুন নতুন স্কিল শেখার প্রতি নিজেকে আগ্রহী করে তুলুন
আমাদের এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কোর্সটি করার পর, আপনি নতুন নতুন স্কিল শেখার প্রতি অন্য ধরণের একটা অনুপ্রেরণা পাবেন, ইনশাআল্লাহ্। আপনি চিন্তা করবেন না , আসলে কোন কিছুই কঠিন না, চেষ্টা করলে সবকিছু সহজ হয়ে যায়, এক সময় আমরা হাটতে পারতাম না তবে এখন হাটতে পারি, ঠিক শিখার বিষয় টাও এমনি।
শূন্য থেকে শুরু করে পরিপূর্ণভাবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন
ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক কিভাবে কাজ করে ?
কেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন উচিত প্রতিটি ব্যবসায়িকের?
ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে কি কি লাগে?
ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এর স্টেপ বাই স্টেপ কি কি
কারো হেল্প ছাড়ায় কিভাবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন
ট্রেড মার্ক আই কি ? কোন কোন ধারা জানা বেশি জরুরি
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কি ?
প্যাটার্ন ডিজাইন? প্যাটার্ন ডিজাইন কিভাবে কাজ করে ?
প্যাটার্ন ডিজাইন রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে
কি ভাবে প্যাটার্ন ডিজাইন রেজিস্ট্রেশন করবেন
প্যাটার্ন ডিজাইন রেজিস্ট্রেশন আইন কি বলে ?
কপি রাইট কি ? কি ভাবে কাজ করে?
কোন কোন জিনিষ কপিরাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায়
কপিরাইট রেজিস্ট্রেশন করতে কি কি লাগে?
কপিরাইট আইন কি? কি ভাবে কাজ করে ?
কেনো কপিরাইট রেজিস্ট্রেশন করা প্রয়োজন ?
কি ভাবে কপিরাইট রেজিস্ট্রেশন করবেন
কোর্সটি রেকর্ডেড ভিডিও টিউটোরিয়াল কোর্স। আপনি কোর্সে জয়েন করার পর আপনার ইমেইলে একটা লগইন ডিটেইলস পাঠানো হবে। সেই লগইন ডিটেইলস দিয়ে আমাদের ওয়েবসাইটে লগইন করলে, আপনি ভিডিও দেখতে পারবেন।
বিঃ দ্রঃ আপনি কেবল যেকোন একটা ডিভাইসে লগইন করতে পারবেন, মাল্টিপল ডিভাইসে লগইন করতে পারবেন না এবং সেটা অবশ্যই আপনার কম্পিউটার থেকে করতে হবে। প্লিজ, মোবাইল দিয়ে লগইন করবেন না (কারণ ছোট স্ক্রীনে ভালো বুঝতে পারবেন না, ভিডিও বাফারিং হবে)।
জাস্ট শুরু করার জন্য কোর্স ফি এর বাহিরে কোনো টাকা লাগবেনা, তবে কোর্স শেষ করার পরে যেই সময় আপনি আপনার ব্রান্ড এর ট্রেড মার্ক রেজিঃ করতে যাবেন ওই সময় সরকারি ফি এর জন্য ৫৭৫০ টাকা প্রয়োজন হবে।
এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার শেখার ক্যাপাসিটি কেমন, প্রতিদিন কেমন সময় দিচ্ছেন সেটার উপর। কেউ ২ দিনে , কেউ ৫ দিনে আবার কারোর ৮-১০ দিন লাগতে পারে।
সাপোর্টের জন্য ফেসবুকে প্রাইভেট সাপোর্ট গ্রুপ রয়েছে। সমস্যায় পড়লে সেখানে বিস্তারিত লিখে বা ভিডিও রেকর্ড করে পোস্ট করবেন, আমাদের সাপোর্ট টিম আপনাকে যত দ্রুত সম্ভব সাপোর্ট দেয়ার চেষ্টা করবে। প্রয়োজনে কল করবে, আপনাকে টিমভিউয়ারে/ এনিডেস্কে এসে লাইভ সাপোর্ট দিবে, ইনশাআল্লাহ্।
লাইভ সাপোর্ট এর টাইমঃ সকাল ১০ টা – বিকেল ৫ টা।
বিঃ দ্রঃ ফোন কলে, ম্যাসেঞ্জারে বা হোয়্যাটসআপ এ কোন সাপোর্ট দেয়া হয় না। যেহেতু সাপোর্ট টাইম এর সময় (সকাল ১০ টা – বিকেল ৫ টা) উপরে বলা হইছে, সুতরাং, ঐ টাইমের মধ্যেই যথা সম্ভব দ্রুত সাপোর্ট দেয়ার চেষ্টা করি। অন্য টাইমে সাপোর্ট ধীরগতি হবে, এটাই স্বাভাবিক। আমরাও মানুষ, আমাদেরও পরিবার, কাজ ইত্যাদি রয়েছে সো সবসময় যে ইনস্টান্ট সাপোর্ট পাবেন, এটার নিশ্চয়তা আমরা দিতে পারিনা।
আপনি যে প্যাকেজে ইনরোল করবেন , সেই প্যাকেজের নির্ধারিত সময় পর্যন্ত ঐ কোর্সের ভিডিও অ্যাক্সেস ও সাপোর্ট গ্রুপের অ্যাক্সেস পাবেন। চেক আউট ফর্মের উপরে প্যাকেজ সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন।
যে কোনো ব্যাক্তিই এই কোর্সে জয়েন হতে পারে, তবে আপনার যদি অল রেডি একটি অনলাইন অথবা অফলাইন ব্যবসা রানিং থাকে তবে আপনি বেশি লাভবান হতে পারবেন। যারা অফলাইন বা অনলাইনে বিজনেসই করেন নাই, সে এখান থেকে চাইলে কোর্সের বিষয়গুলো জানতে ও শিখতে পারবেন।
জি, আলহামদুলিল্লা আপনি আমাদের এই কোর্স শেষ করার পরে নিজে নিজের ব্র্যান্ডের জন্য লোগো বা নাম ট্রেডমার্ক করতে পারবেন।সাথে আরও থাকছে কপিরাইট + পেন্ডেন্ট ডিজাইন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা।
জয়েন করার পূর্বে অবশ্যই পড়ে নিবেন: ক্লিক করুন